ভর্তি প্রক্রিয়া
ভর্তি প্রক্রিয়া
১. ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহকরে যথানিয়মে পূরণ করে ২ কপি পাসপোর্ট সাইজের সদ্যতোলা রঙ্গিন ছবি ও প্রয়োজনীয় কাজগপত্র সংযুক্ত করে নির্ধারিত ফি সহ মাদরাসা অফিসে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
২. যথাসময়ে প্রবেশ পত্রসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে হবে।
৩. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ভর্তি লিঁয়াজো অফিস থেকে ভর্তি ফরম নিয়ে যথাসময়ে পূর করে পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি অফিসে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
৪. আবাসিক ছাত্রদের জন্য ডাইনিং অফিস থেকে আবাসিক ফরম সংগ্রহ করে দায়িত্বশীলদের মাধ্যমে সীট নিশ্চিত করতে হবে।
https://cms.academichelperbd.xyz/public-online-application/apply/12?school_name=Online Admission - Academic Helper